আসসালামু আলাইকুম, সবাইকে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো কিছু অসাধারণ ওয়েবসাইটের যেগুলা আপনাদের প্রত্যেকের কাজে আসবে বলে আমি মনে করি।
অনেকেই কমেন্ট করেন আমি নাকি শুধু পিসি রিলেটেড পোস্ট করি। আসলে মোবাইল রিলেটেড পোস্ট করার জন্য অনেক ভালো ভালো অথোর রয়েছেন ট্রিকবিডিতে তাই আমি সেদিকে যাওয়ার চেষ্টা করি না। তারপরেও এখন থেকে চেষ্টা করবো পিসি+মোবাইল সকল ইউজারের কাজে আসবে এমন পোস্ট করার জন্য।
(বিদ্রঃ কিছু ওয়েবসাইট আপনার আগে থেকেই জানা থাকতে পারে। তবে আমি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকলে অন্তত একটি হলেও নতুন ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। এবং প্রতিটি ওয়েবসাইট লিংক টাইটেলেই দেওয়া আছে।)
Photopea
যারা গ্রাফিক্স ডিজাইনিং করেন না টুকটাক আইডিয়া রাখেন তারা অবশ্যই জানবেন এডোবি ফটোশপের কথা। যেটি একটি পেইড সফটওয়্যার। তবে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। এবং এটিতে প্রয়োজনীয় সকল টুলস পেয়ে যাবেন ফটোশপের মতো। পাশাপাশি এই ওয়েবসাইট ও ফটোশপ রাখলে আলাদা করতে পারবেন না। একবার ব্যবহার করেই দেখুন না!
TinyWow
এই ওয়েবসাইটি এর নামের মতোই একদম ওয়াও! আমি যখন প্রথমবার জানতে পারি এই ওয়েবসাইট সম্পর্কে তখন আমি কয়েক মিনিট হতবাক হয়ে ছিলাম। এত টুলস দিয়ে পূর্ণ এই ওয়েবসাইট। যা যদি আমি ক্রিনশট দিতে থাকি তাহলে একটা ওয়েবসাইট রিভিও করতেই অনেকগুলা পোস্ট লেগে যেতে পারে।
কীভাবে বর্ণনা করবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে ফাইল টাইপ কনভার্ট থেকে শুরু করে কমপ্রেস, এডিট, স্পিট সহ আরো অনেক কিছু করতে পারবেন। আপনাদের অবশ্যই ওয়েবসাইটটি ঘুরে দেখা উচিত!!!
TheNounProject
এই ওয়েবসাইটটিতে পাবেন সব ধরণের হাই কোয়ালিটি আইকন যা আপনি কল্পনা করতে পারেন। এমন কি যা কল্পনা করতে পারেন না তেমন আইকনও পেয়ে যাবেন এখানে। আইকনের পাশাপাশি এখানে বিভিন্ন ফটো পেয়ে যাবেন। আপনার কাজ শুধু সার্চ দেওয়া অথবা ব্রাউজ করা।
এটি বেশি কাজে আসবে গ্রাফিক্স ডিজাইনারদের। বাকিরাও একবার ঘুরে আসুন।
Sejda
এটি কাজে আসবে স্টুডেন্টদের এবং যারা অফিস ওর্কার আছেন। এই ওয়েবসাইটে যেকোনো পিডিএফ এডিট, রিসাইজ, কনভার্টসহ আরো অনেক কাজ করতে পারবেন। যা নিজে এক্সপ্লোর না করলে বুঝতে পারবেন না। একই কাজ বিভিন্ন পেইড অ্যাপ দিয়েও করা যায় তবে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এবং অ্যাপ ডাউনলোড করার ঝামেলা নেই।
AlternativeTo
আমরা বেশিরভাগ সময় পেইড সফটওয়্যার ক্রাক করে ব্যবহার করি। যা নিজের পার্সোনাল ডেটাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। এর থেকে মুক্তির জন্য সব থেকে সহজ ও ফ্রি উপায় হলো ফ্রি অলটারনেটিভ ব্যবহার করা। এই ওয়েবসাইট থেকে প্রায় সকল পেইড অ্যাপের ফ্রি অলটারনেটিভ খুঁজে পাবেন। সাথে ইউজারদের রিভিউ দেখে নিতে পারবেন। আপনিও আপনার অভিজ্ঞতা জানাতে পারবেন।
ফ্রি অলটারনেটিভ অ্যাপস গুলাতে অভ্যস্ত হতে একটু সময় লাগতে পারে। তবে বিশ্বাস করুন, এটি সব থেকে নিরাপদ। তাই আজ থেকে ক্রাক পরিহার করে ফ্রি অলটারনেটিভ ব্যবহার করুন। আমি আমার আশেপাশের সকল মানুষকে এই সাজেশন দিয়ে থাকি সবসময়।
আশা করছি উপরের বেশিরভাগ ওয়েবসাইট আপনাদের সবার কাজে লেগেছে। আপনার কাছে কোন ওয়েবসাইটটি সব থেকে ইন্টারেস্টিং লেগেছে সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনার জানা আরো ইন্টারেস্টিং ওয়েবসাইট সাজেস্ট করতে পারেন। আমি সেগুলা ট্রাই করে দেখবো। আর এমন আরো ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলে জানাতে পারেন। আপনাদের আগ্রহের ভিত্তিতে আরো পার্ট করার চেষ্টা করবো।
Comments
Post a Comment