SHAREit File Transfer APK v5.2.12 [AdFree] apk ডাউনলোড করে নিন ফ্রিতে
আসসালামু আলাইকুম। আমি এস আর সৌরভ । আপনাদেরকে স্বাগতম আমার নতুন ব্লগের আরো একটি পোস্টে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। গত পোষ্টে আলোচনা করেছিলাম কিভাবে kinemaster pro apk ডাউনলোড করবেন । এরই ধারাবাহিকতায় আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো তা হলো SHAREit File Transfer APK v5.2.12 [AdFree] apk কিভাবে ডাউনলোড করবেন। আশা করি পুরোটা সময় সাথেই থাকবেন
আসসালামু আলাইকুম। আমি এস আর সৌরভ । আপনাদেরকে স্বাগতম আমার নতুন ব্লগের আরো একটি পোস্টে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। গত পোষ্টে আলোচনা করেছিলাম কিভাবে kinemaster pro apk ডাউনলোড করবেন । এরই ধারাবাহিকতায় আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো তা হলো SHAREit File Transfer APK v5.2.12 [AdFree] apk কিভাবে ডাউনলোড করবেন। আশা করি পুরোটা সময় সাথেই থাকবেন
Shareit
shareit সম্পর্কে জানেনা এমন মানুষ খুব কমই আছে। তারপরেও যারা জানেন না তাদের জন্য বলিঃ
Shareit হলো মোবাইলে অথবা পিসিতে বড় বড় ফাইল শেয়ার করার জন্য সব থেকে জনপ্রিয় একটি সফটওয়্যার। আবার অনেকের মতে এটি একমাত্র সফটওয়্যার যা এত দ্রুত ফাইল শেয়ার করতে পারে। তবে আমার মতে আরো অনেক সফটওয়্যার আছে একাজের জন্য তবে এটির ব্যবহার সব থেকে বেশি । কিন্তু আপনি যদি xiaomi মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এসবের কোনো ঝামেলা নেই কারণ তাদের আছে নিজস্ব ফাইল শেয়ারিং সফটওয়্যার mi share সে বিষয়ে অন্য একদিন কথা হবে। যেহেতু আমরা xiaomi ব্যবহারকারী না সেজন্যই সবাই Shareit এর দিকেই আকর্ষিত হয়। এছাড়াও ভিডিও প্লেয়ার, ফটো ভিউয়ারের মতো সুবিধা থাকায় অনেকে এইটা multimedia এপ হিসেবে ব্যবহার করে থাকে।
Shareit Ad free apk
সাধারণ shareit ব্যবহারে একটাই সমস্যা হয় তা হলো Advertisement. আগেকার ভার্সনগুলো অর্থাৎ গতবছর বা তার আগের ভার্সনগুলোতে অতোটা এড দেখ যেতো না কিন্তু এই ২০১৯ সালের সকল ভার্সনে দেখি প্রতিনিয়ত এডের সংখ্যা বেড়েই চলেছে যার কারণে অনেকে তো এইটা ব্যবহার করা ছেড়ে ব্লথুত ব্যবহার শুরু করেছে। কারণ অনেকটা আবর্জনার স্থুপের মতো অবস্থা সৃষ্টি হয়েছে।এই বিরক্তিকর Advertisement রিমুভ করতে হলে নগদ অর্থ গুনতে হয়। যা সামান্য হলেও ব্যাংক একাউন্ট না থাকা শিক্ষার্থীদের জন্য একটু কষ্টসাধ্য । তাই এসবের ঝামেলা থেকে মুক্তি পেতে আমি আজকে শেয়ার করবো Shareit v5.2.12 (no Advertisement) apk.
এটিতে সাধারণএপের মতই সকল ফিচার আছে আর এটি আপডেটেড ভার্সন হওয়ায় নতুন নতুন ফিচার তো থাকছেই আর সাথে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো এটাতে কোনো Advertisement নেই। আর তা ডাউনলোড করা যাবে সম্পূর্ন ফ্রি। সাথে আপডেটেড ভার্সন হওয়ায় আশা করি ব্যবহার করে সন্তুষ্ট হবেন।

শেয়ারইট এর প্রধান ফিচারস সমূহুঃ
শেয়ারইট এড ফ্রি ভার্সনে যা যা থাকছেঃ
যখনই এবং যেখানেই ফাইলগুলি ভাগ করুন!
ডাউনলোডঃ
এতক্ষন তো গেলো ধারণা আর জানা তথ্যসমুহ এখন মূল কাজে আসি।
Shareit v5.2.12 [ad free] apk free download এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে ইন্সটল করে ইচ্ছামতো ব্যবহার করুন Advertisement এর ঝামেলা ছাড়া নতুন app টি ।
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোথাও বুঝতে সমস্যা হলে বা ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।আর হ্যা পরবর্তী পোস্ট কি নিয়ে করবো তা জানাতে ভুলবেন না কিন্তু।
আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে পরবর্তী পোস্টে। আল্লাহ হাফেজ।

Comments
Post a Comment